কি সেবা কিভাবে পাবেন:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশকে দ্রৃত শিল্পায়নের লক্ষ্যে প্রস্তাবিত, নতুন ও বিদ্যমান শিল্পকে বিভিন্ন উন্নয়ন ও সম্প্রসারণ সহায়তা দিচ্ছে। ক্ষুদ্র , কুটির ও মাঝারী শিল্পের উন্নয়ন ও বিকাশের জন্য বিসিক যেসব সেবা প্রদান ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করছে সেগুলো নিম্মরুপ:
ক) নিয়ন্ত্রণমূলক কার্যক্রম (জবমঁষধঃড়ৎু ঋঁহপঃরড়হং) ঃ
শিল্প প্রকল্পের নিবন্ধন;
উপযুক্ত ক্ষেত্রে শুল্ক ও কর মওকুফের জন্য সুপারিশ প্রদান;
আমদানীতব্য কাঁচামালের আমদানী মানদন্ড নির্ধারণ;
আমদানী স্বত্ব নির্ধারণ;
বিদেশী শ্রমিক/বিশেষজ্ঞ ওর্য়াক পারমিটের জন্য সুপারিশ প্রদান;
নিষিদ্ধ/শর্তযুক্ত কাঁচামাল আমদানীর ক্ষেত্রে অনাপত্তিপত্র প্রদান;
র্শুক, কর অসংগতি দূরীকরণের জন্য সুপারিশ প্রদান ইত্যাদি।
খ) উন্নয়নমূলক কার্যক্রম (চৎড়সড়ঃরড়হধষ ঋঁহপঃরড়হং) ঃ
উদ্যোক্তা চিহিৃতকরণ;
উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদাণ;
প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও মূল্যায়ন;
ঋণ ব্যবস্থাকরণ;
নকশা ও নমুনা উন্নয়ন পূর্বক তা কারুশিল্পীদের মধ্যে বিতরণ;
ঋণ মঞ্জুরীকৃত প্রকল্পের বাস্তবায়ন ও তদারকীকরণ;
রুগ্ন/নিষ্ক্রিয় শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন, সমস্যা চিহিৃতকরণ এবং সমাধানের সুপারিশ প্রদান;
কারিগরী তথ্য সংগ্রহ ও বিতরণ;
শিল্প স্থাপনে অবকাঠামোগত সুবিধাসহ শিল্পনগরীতে প্লট বরাদ্দকরণ;
দেশী ও বিদেশী নতুন/আধুনিক প্রযুক্তি সংক্রান্ত তথ্য উদ্যোক্তাদের অবহিতকরণ;
সাব-কন্ট্রাকটিং ও সহায়ক শিল্প স্থাপন এবং শিল্প সম্প্রসারণেআর্থিক ও কারিগরী সহায়তা প্রদান;
প্রচলিত ও অপ্রচলিত কারুশিল্পের উন্নয়ন ও বিকাশ সাধন;
বিসিক প্রশিক্ষণ ইন্সিটিটিউট এর মাধ্যমে উদ্যোক্তাদের শিল্প স্থাপন এবং শিল্প ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান;
বিসিক প্রধান কার্যালয়ের নকশা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ট্রেড যেমন বাঁশ বেত, মৃৎ শিল্প, পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পুতুল েৈতরী ইত্যাদির উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;
উপজাতীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ৩ টি পার্বত্য জেলায় কুটির শিল্প উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;
দেশে লবণ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কক্সবাজার ও সাতক্ষীরা অঞ্চলে লবণ চাষীদের কারিগরী ও আর্থিক সুবিধা প্রদান;
উইনিসেফের সহায়তায় সার্বজনীন আয়োডিন মিশ্রিত লবণ প্রকল্পের মাধ্যমে আয়োডিন মিশ্রিত লবণ উৎপাদনে সহায়তা প্রদান;
দেশে ব্যাপক মধু উৎপাদনের জন্য দেশের প্রতিটি জেলায় আধুনিক প্রযুিক্তর মাধ্যমে শিক্ষিত বেকার যুবক এবং যুব মহিলাদের মৌমাছি পালন প্রশিক্ষণ প্রদান;
দেশের যুব সমাজ কে দক্ষজনশক্তিতে রুপান্তরের জন্য নৈপূর্ণ বিকাশ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্র্রদান।
টেলিফোন, মোবাইল ,ইন্টারনেট এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে উদ্যেক্তা হ্মুদ্র কুটির শিল্প স্থাপনে সেবা পেতে পারেন ।